টাকা হাতিয়ে নেওয়া চক্রের পান্ডাদের ধরলো সাইবার বিভাগ : উদ্ধার একাধিক মোবাইল ফোন

21st October 2020 2:53 pm বাঁকুড়া
টাকা হাতিয়ে নেওয়া চক্রের পান্ডাদের ধরলো সাইবার বিভাগ : উদ্ধার একাধিক মোবাইল ফোন


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া চক্রের পাণ্ডাদের গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। মেজিয়া থানা এলাকার একটি ঘটনায় জেলা পুলিশের সাইবার বিভাগ এই সাফল্য পেয়েছে বলে জানা গেছে।   বুধবার অতিরিক্ত জেলা পুলিশ সুপার শ্যামল সামন্ত বলেন, মেজিয়া থানা এলাকার বাসিন্দা, একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ ৭০ হাজার টাকা তার অজান্তে 'গায়েব' হয়ে যায়। বিষয়টি তিনি ঐ থানায় অভিযোগ আকারে জানালে আই.টি অ্যাক্টে কেস চালু হয়। ঘটনার তদন্তে জেলা পুলিশের পক্ষ থেকে বিশ্বজিৎ নস্করের নেতৃত্বে একটি দল তৈরী হয়। ঐ তদন্তকারী দলের সদস্যরা ঘটনার তদন্তে নেমে জানতে পারেন, অভিযোগকারী আগে যে সিম কার্ড ব্যবহার করতেন তা কোনভাবে অভিযুক্তদের হাতে পৌঁছায়। সেখান থেকেই প্রযুক্তির সাহায্য নিয়ে মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঐ টাকা সরিয়ে নেয়। এই ঘটনায় বীরভূমের খয়রাশোল থানার আমজোলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ডের জামতোড়া থেকে আরো এক জনকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।